এই নিয়ে ষষ্ঠবার ফিফা বিশ্বকাপের ফাইনালে পৌছালো আর্জেন্টিনা। আগের পাঁচবার ফাইনালের মধ্যে দুইবার (১৯৭৮, ১৯৮৬) তারা জিতেছে, আর বাকি তিনবার (১৯৩০, ১৯৯০, ২০১৪) ফাইনালে হেরে রানার্স হতে হয়েছে আর্জেন্টিনাকে। মজার তথ্য যতবার ফাইনালের আগের ম্যাচে গোল না খেয়ে নির্ধারিত সময়ের মধ্যে জিতে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ততবারই তারা জিতেছে।
by দেবাশিস মজুমদার | 14 December, 2022 | 983 | Tags : Arjentina Croatia Qatar World Cup 2022 Lionel Messi Alvarez